October 18, 2019

বিশ্বনাথে আব্দুর রব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রজাপতি লেডিস সপ

sportsবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার রাতে দেশ সেরা খেলোয়াড়ের অংশ গ্রহনে সমাপ্তি হল ১ম আব্দুর রব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গৌরব, মাঙ্গাল, সাজ্জাদ, সাবগাদ, লোকমান, রবিনের ক্রীড়া নৈপূণ্যে প্রশান্তি পেলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক।

ফাইনালে প্রজাপতি লেডিস সপের কাছে ধরাশায়ী হল খোকন-আজাদ জুটি। দেশ সেরা গৌরব-মাঙ্গালের সামনে দাড়াতেই পারেনি খোকন-আজাদ জুটির লোকমান-রবিন। সহজে খোকন-আজাদ জুটিকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রজাপতি লেডিস সপ।
খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুর রব।

ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মো. লিলু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী রুহেল মিয়া, ক্রীড়ানুরাগী আব্দুর রহমান খালেদ, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. কছির আলী, ইউ/পি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকী, ক্রীড়ানুরাগী মো. তাজ উল্লাহ, শিক্ষানুরাগী মো. মফিক মিয়া, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুরউদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান, পাবেল সামাদ, সাংবাদিক মো. ফজল খান, বদরুল ইসলাম মহসিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহমদ আলী, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সদস্য ফাহিম, বাবলু, ফয়ছল, রুমন, সাজন, রাহিম, সাজু মিয়া, তামিম, উপদেষ্ঠা কমিটি, পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

খেলায় প্রধান পরিচালক ছিলেন নূরুল ইসলাম, সহকারি হিসেবে ছিলেন অপু, সোহান, বাবলু, জার্জ হিসেবে ছিলেন রুবেল, সাজ্জাদ, রুবেল ।

Related posts